ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটি-ইউনাইটেড হাসপাতালের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
সাউথইস্ট ইউনিভার্সিটি-ইউনাইটেড হাসপাতালের মধ্যে চুক্তি

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (৬ জুন) একটি সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়টির সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস)।

 

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর মহাব্যবস্থাপক ও সিআরডি প্রধান মো. রেজাউল মানিক, করপোরেট কমিউনিকেশনস ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ আশরাফ-উল-মাসুম এবং অন্যান্য কর্মকর্তারা।  

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য, অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার, ডিন, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি, সিপিডিএস পরিচালক, মেডিকেল অফিসার এবং বিএসপিআর উপ-পরিচালক।  

এ চুক্তিটি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।