ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্বপ্নতে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার শুরু, সাধুবাদ জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
স্বপ্নতে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার শুরু, সাধুবাদ জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ।  

এদিকে সুপারশপ স্বপ্নতে গ্রাহকদের জন্য থাকছে পাটের ব্যাগ, যা ক্রয় করতে পারবেন ক্রেতারা।

পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত আসার পর স্বপ্ন ক্রেতাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন স্বপ্ন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুলশান-১ নম্বর সুপারশপ স্বপ্নতে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, এটি অন্তর্বর্তী সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পাটের ব্যবহার দেশব্যাপী বাড়াতে হবে। সুপারশপ স্বপ্নকে সাধুবাদ জানাচ্ছি। এর পাশাপাশি এমন উদ্যোগকে সফল করার জন্য সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

এ সময় স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বপ্ন কেবলই একটি রিটেইল স্টোর নয়। কৃষক ও আপামর মধ্যবিত্ত-শহুরে পরিবারগুলোর মধ্যে বেড়ে ওঠা শিশুদের জন্যে স্বপ্নময় এক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি আমরা। ইউএনজিসি- এর একজন সদস্য হিসেবে স্বপ্ন এসডিজি- এর গোলগুলোর প্রতি সচেতন। স্বপ্ন কর্মী নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ১০ শতাংশ কোটা রেখেছে। সাউথইস্ট এশিয়ার একমাত্র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড রিটেইল চেইন স্বপ্ন। আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম কীভাবে একটি প্লাস্টিকমুক্ত স্বপ্ন করা যায়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনসহ মন্ত্রণালয়ের সবাইকে এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রেতাদের অনুরোধ করছি, পলিথিন ব্যাগ না ব্যবহার করে পরিবেশবান্ধব ব্যাগ বাজার করার জন্য নিয়ে আসুন। আর স্বপ্ন গ্রাহকদের সুবিধার জন্য বেশকিছু ব্যাগ সুলভমূল্যে স্টোরে রেখেছে। কেউ বাসা থেকে ব্যাগ না আনতে পারলে স্টোর থেকে ক্রয় করে নিতে পারবেন। আর সম্মানিত গ্রাহকদের এ ব্যাগ বারবার ব্যবহার করারও অনুরোধ থাকছে। আসুন প্লাস্টিকমুক্ত একটি বাংলাদেশ গড়ি। এ পৃথিবীকে রেখে যাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করার উপযোগী করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অপারেশনস ডিরেক্টর আবু নাছের।

প্রসঙ্গত, স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে এরই মধ্যে খুদেবার্তা পাঠিয়ে পলিথিন ব্যাগ সরবরাহ না করার কথা বলা হয়েছে। খুদেবার্তায় বলা হয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ অক্টোবর থেকে স্বপ্নে বাজার করতে নিজের পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে সুলভমূল্যে স্বপ্ন থেকেও এ ব্যাগ কিনতে পারবেন। ’ অর্থাৎ গ্রাহকরা পরিবেশবান্ধব ব্যাগ না নিয়ে গেলে, পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে স্বপ্ন ব্যাগ বিক্রি করবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।