লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএস গ্রুপ) এবং মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে।
এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ সুবিধা প্রদানকারী এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে যা এসটিএস এডুকেশন গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি), ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এবং এসটিএস ক্যাপিটাল-এর জন্য কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে।
লংকাবাংলা এসটিএস কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম কার্ডমেম্বাররা ক্রেডিট কার্ডটি দুই বছরের বার্ষিক ফি মওকুফ এবং ন্যূনতম ১২টি লেনদেনের ক্ষেত্রে তৃতীয় বছর থেকে বার্ষিক ফি মওকুফ-এর সুবিধা পাবেন। কার্ডমেম্বাররা ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট উপভোগ করতে পারবেন। অভিভাবকরা এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি ব্যবহার করে একাডেমিক ফি প্রদান করতে পারবেন এবং সুবিধাজনক ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম বলেন, এসটিএস গ্রুপের সঙ্গে এই কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এই কো-ব্র্যান্ডেড কার্ড এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদেরকে প্রতিষ্ঠানের শিক্ষার সাথে সম্পর্কিত আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনাকে আরও সহজতর করার জন্য সুবিধা প্রদান করবে।
কো-ব্র্যান্ডেড কার্ডের বিষয়ে, এসটিএস ক্যাপিটাল লিমিটেডের সিইও মানাস সিং বলেন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-র সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের এসটিএস গ্রুপের অভ্যন্তরীণ আর্থিক পরিষেবাগুলোকে আরো উন্নত করতে চাই।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, নতুন কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ডহোল্ডারগণ ট্রাভেল ও লাইফস্টাইল বেনিফিট পাবেন। এই কো-ব্র্যান্ডেড কার্ডটি বাংলাদেশের কমিউনিটির মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে মাস্টারকার্ডের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এসটিএস গ্রুপের পক্ষে, এস এম রহমাতুল মুজিব, এফসিএ, প্রধান আর্থিক কর্মকর্তা, এসটিএস ক্যাপিটাল লিমিটেড; কিংশুক গুপ্ত, চিফ অপারেটিং অফিসার, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে হেড অফ রিটেইল বিজনেস, খুরশেদ আলম; এ.কে.এম. কামরুজ্জামান, হেড অব অপারেশনস; মো. তৌফিকুর রহমান, হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত)-; এবং মাস্টারকার্ড বাংলাদেশ এর ম্যানেজার জুবায়ের হোসেনসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমএম