ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

রূপায়ণ সিটি-ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
রূপায়ণ সিটি-ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে চুক্তি

ঢাকা: রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উত্তরা রূপায়ণ সিটির মিটিং রুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ সিটির হেড অব ফাইন্যান্স মো. মোরশেদ আলম, হেড অব মার্কেটিং কাজী সারজীল হাসান, সহকারী ম্যানেজার লোন ও রেজিস্ট্রেশন মো. ফিরোজ কবির, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের হেড অব হোম লোন মো. রাশিদ আল আসাদ, হেড অব মেট্রো হোম লোন এবং ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন আশফাক হোসেন, সহকারী ম্যানেজার সাদমান সাকিব প্রমুখ।  

রূপায়ণ সিটির হেড অব ফাইন্যান্স মো. মোরশেদ আলম জানান, রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এর মাধ্যমে রূপায়ণ সিটি গ্রাহকরা ফ্লাট ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ পাবেন।  

তিনি আরও বলেন, আমাদের গ্রাহকদের স্বল্প সময়ে সহজ শর্তে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড লোন দেবে। যার জন্য আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ সিটি তার গ্রাহকদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।