ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইসিএসবি সম্মাননা পেল রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, অক্টোবর ৯, ২০২৪
আইসিএসবি সম্মাননা পেল রবি

ঢাকা: একাদশ ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩’-এ রৌপ্য সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা পিএলসি। এ পুরস্কারের মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স চর্চায় শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল অপারেটরটি।

 

ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রবি।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশীদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার। এ সময় আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম. নুরুল আলম উপস্থিত ছিলেন।  

রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারিয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. শহীদুর রহমান, ভ্যাস অ্যান্ড নিউ বিজনেসের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিক, স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজার খন্দকার নাসির উদ্দিন মাহমুদ।

করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন কোম্পানিকে স্বীকৃতি দেয় যারা সর্বোচ্চ মানের করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা এবং জবাববিহি প্রদর্শন করে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।