ঢাকা: বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীদের সঙ্গে এক্সিম ব্যাংকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, শরীয়াহ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীরা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংক। প্রতিবছর অসংখ্য হজযাত্রী এক্সিম ব্যাংকের মাধ্যমে হজের নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন। এক্সিম ব্যাংক হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এ সময় বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীরাও
বক্তব্য রাখেন।
তারা হজযাত্রীদের প্রতি এক্সিম ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্সিম ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হজযাত্রী নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরআইএস