ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর বিভিন্ন জোন অফিসের কর্মকর্তাদের নিয়ে ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন।
কর্মশালায় বিভিন্ন সেশনে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে এম মুনীরুল আলম আল-মামুন উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ ম আনিসুর রহমান।
ব্যাংকের বিভিন্ন জোনের আরডিএস ও ইউপিডিএস নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরবি