ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

কর্পোরেট কর্নার

হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়   

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়   

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ ব্যবস্থাপনায় বিশেষায়িত আর্থিক সেবাসমূহ নিয়ে হজ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  

গত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে ইসলামী ব্যাংক, ভিসা ও খ্যাতনামা হজ এজেন্সির প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন, দি ইসলামীয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন এবং ইউরো এয়ার ইন্টারন্যাশনালের অংশীদার মো. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।  

সভায় হজ এজেন্সিগুলোর আর্থিক লেনদেন সহজতর করার জন্য ইসলামী ব্যাংকের ভিসা-ব্র্যান্ডেড হজ এজেন্ট কার্ড সেবার ওপর আলোকপাত করা হয়। এই উদ্ভাবনী ব্যাংকিং সেবা  হজ এজেন্সিদেরকে হজ প্যাকেজ, অর্থপ্রদান এবং হাজীদের সেবার সঙ্গে সম্পর্কিত তহবিল দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করে। হজ এজেন্ট কার্ডের মাধ্যমে এজেন্টরা সৌদি আরবে যেকোনো ভিসা-ব্র্যান্ডেড এটিএম বা পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনাল থেকে সহজে অর্থ উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন।   

ভিসা কার্ডের বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি ভিসা অর্থ প্রদানের এবং পরিশোধের জন্য সর্বোত্তম উপায় নিশ্চিত করে। ইসলামী ব্যাংকের সাথে শরিয়া-সম্মত ক্রেডিট কার্ড চালু করার লক্ষ্য হলো, তিজারাহ কার্ডের মাধ্যমে প্রতিবার অর্থ পরিশোধের সময় মুকাফা (রিওয়াড পয়েন্টস) অর্জন সহ হজযাত্রীদের এবং হজ এজেন্সির প্রতিনিধিদের অনন্য চাহিদা পূরণে সক্ষম হবে, যা সাদাকাহ হিসেবে দান করা যেতে পারে। পবিত্র হজে ভিসা নিরাপদে অর্থ প্রদানের মাধ্যমে হজযাত্রীদের সেবা করতে পেরে এবং এ বছর তাদেরকে সুসংহত হজ অভিজ্ঞতা প্রদান করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

অনুষ্ঠানে হজ এজেন্সিগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন আর্থিক সমাধানের প্রতি গুরুত্ব এবং হাজীদের সামগ্রিক সেবাকে আরো উন্নত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংক হজ-সংক্রান্ত আর্থিক সেবার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য নতুন নতুন উদ্ভাবনী ও শরিয়া সম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।