ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

উজিরপুরের মশাং বাজারে উত্তরা ব্যাংকের ৪৬তম উপশাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
উজিরপুরের মশাং বাজারে উত্তরা ব্যাংকের ৪৬তম উপশাখা উদ্বোধন

ঢাকা: বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং বাজারে উত্তরা ব্যাংক পিএলসি-এর ৪৬তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) এ উপশাখার উদ্বোধন করেন উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন। এছাড়াও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান, উপমহাব্যবস্থাপক ও বরিশাল আঞ্চলিক প্রধান আবুল কালাম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এ উপশাখার মাধ্যমে মশাং বাজার ও আশেপাশের এলাকার মানুষ আরও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ এপ্রিল ২০, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।