ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

চাঁদপুরে ওয়ান ব্যাংকের ১১৩তম শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
চাঁদপুরে ওয়ান ব্যাংকের ১১৩তম শাখার উদ্বোধন

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসির ১১৩তম চাঁদপুর শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন খন্দকার রাশেদ আখতার জামান ফিতা কেটে ব্যাংকের এ শাখা উদ্বোধন করেন।

শাখা উদ্বোধনকালে রাশেদ আখতার জামান দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন যে, একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন ওয়ান ব্যাংক সে সব প্রত্যাশা পূরণে সমর্থ হবে; আমরা বিশ্বাস করি যে আধুনিক সেবা দিয়ে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদের সন্তুষ্ট করতে পারবো। তিনি আরও বলেন যে, অত্র এলাকার গ্রাহকরা তাদের সকল আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে ওয়ান ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন, ওমেন চেম্বার অ্যান্ড কর্মাস চাঁদপুরের প্রেসিডেন্ট মনিরা আখতার, চাঁদপুর জুয়েলারি সমিতির প্রেসিডেন্ট মোহাম্মাদ তৈয়ব আলী।  

ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অপারেশনস ডিভিশন মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ শহীদ উল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস আবদুস সামাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার মানবসস্পদ বিভাগ মো. সাব্বির শওকত হায়াত এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ এস্টাব্লিশমেন্ট ও সেন্ট্রাল সাপোর্ট ডিভিশন কাজী মোহাম্মদ ফোরকান এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।