ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, মে ১৮, ২০২৫
ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা মহানগরীর সবুজবাগ থানার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ মহাথের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

বৌদ্ধ কৃষ্টি সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এস এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. দীপি বড়ুয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী ও হামদর্দের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক মার্কেটিং অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, শিক্ষা কেবল পুস্তক নির্ভর অর্জন নয়, বরং এটি নৈতিকতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার একটি অনুপম যাত্রা। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের হৃদয়ে সেই মূল্যবোধের আলো জ্বালাতে যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসার যোগ্য। হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেশের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এ প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সংস্কৃতি দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে নেতৃত্ব দেবে।

হামদর্দের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী ও উপ-পরিচালক জাফর সাদেক।

অনুষ্ঠানে বার্ষিক কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের সম্মাননা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।