ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের কমপ্লায়েন্স মিট আয়োজন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ২, ২০২৫
কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের কমপ্লায়েন্স মিট আয়োজন

সুশাসন, কমপ্লায়েন্স এবং রেগুলেটরি নীতিমালা যথাযথভাবে অনুসরণের মানসিকতা জোরদার করতে ব্র্যাক ব্যাংক ২১ জুন ২০২৫ ‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’ আয়োজন করে।  

ঢাকার গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের তিনটি রিজিওনের ৩৮টি শাখা ও উপশাখা, প্রিমিয়াম ব্যাংকিং ও রিটেইল সেলস বিভাগ থেকে প্রায় ২৫০ জন কর্মকর্তা অংশ নেন।

দিনব্যাপী কর্মশালায় ছিল ইন্টারেক্টিভ সেশন, জ্ঞানভিত্তিক কুইজ ও কমপ্লায়েন্সে শ্রেষ্ঠ শাখাগুলোর স্বীকৃতি প্রদান। এতে এএমএলডি,আইসিসি, ব্রাঞ্চ গভর্নেন্স এবং বিএফআইএউ-এর প্রতিনিধিরা মূল সেশন পরিচালনা করেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তারেক রেফাত উল্লাহ খান কমপ্লায়েন্সকে স্বচ্ছতা ও টেকসইতার ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

ব্যাংকটি ঝুঁকি হ্রাস ও গ্রাহকের সম্পদ রক্ষায় কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ফ্রন্টলাইন কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ব্রাঞ্চ গভর্নেন্স টিম এ ধরনের কমপ্লায়েন্স প্রোগ্রাম দেশজুড়ে আয়োজনের পরিকল্পনা করছে, যা নৈতিকতা ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স মো. রবিউল ইসলাম সিইএএফ এবং ব্যাংকটির রিজিওনাল হেড ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়োজনে তাঁদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।  

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।