ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

মোবাইল থেকে ই-বাইক: প্রযুক্তি খাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জিডিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুলাই ১১, ২০২৫
মোবাইল থেকে ই-বাইক: প্রযুক্তি খাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জিডিএল

দেশীয় প্রযুক্তিপণ্য বাজারে মোবাইল ফোন উৎপাদন থেকে শুরু করে পরিবেশবান্ধব ই-বাইক আনার প্রস্তুতি নিচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল/GDL)। প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতে নানা উদ্যোগের মাধ্যমে তাদের কার্যক্রম বিস্তৃত করছে।

২০০৯ সালে যাত্রা শুরু করা GDL বর্তমানে দেশের ফিচার ফোন বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য সাশ্রয়ী দামে প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

GDL পরিচালনা করছে একটি মোবাইল হ্যান্ডসেট উৎপাদন কারখানা, যেখানে SMT লাইনসহ SKD ও CKD প্রযুক্তিতে মাসে গড়ে দুই লাখ হ্যান্ডসেট তৈরি হচ্ছে। বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ লাখ ফিচার ফোন ও ১২ লাখ স্মার্টফোন। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বাজারে প্রায় ৪০ লাখ হ্যান্ডসেট সরবরাহ করেছে।

পণ্য সহজে বাজারে পৌঁছাতে দেশের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়েছে GDL। বর্তমানে প্রতিষ্ঠানটির ১৪ হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র, ৬০০ ডিলার, ৩৬টি সার্ভিস সেন্টার এবং ২৮টি কালেকশন পয়েন্ট রয়েছে।

মোবাইল ফোন উৎপাদনের বাইরে প্রতিষ্ঠানটি এখন পরিবেশবান্ধব ইলেকট্রিক যান খাতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ই-বাইক আমদানির কাজ চূড়ান্ত হয়েছে। ভবিষ্যতে দেশেই ই-বাইক তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব বলেছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রযুক্তি পণ্যে বৈচিত্র্য আসবে। ফলে দেশের কর্মসংস্থান ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় আমাদের অবদান রাখার সুযোগ তৈরি হবে।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।