ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইইউবিএটিতে বর্ণাঢ্য আয়োজনে সিভিল ফেস্ট অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, নভেম্বর ২৩, ২০২১
আইইউবিএটিতে বর্ণাঢ্য আয়োজনে সিভিল ফেস্ট অনুষ্ঠিত 

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ‘সিভিল ফেস্ট-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি আইইউবিটির দৃষ্টি নন্দন ক্যাম্পাসে সিভিল ফেস্ট-২০২১ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং প্রকৌশল অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী।

সিভিল ফেস্ট-২০২১ উপলক্ষে দিনব্যাপী প্রকল্প প্রজেক্ট প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারসহ খেলাধুলার আয়োজন করা হয়। সিভিল ফেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশগ্রহণ করেন।

প্রিয় ক্যাম্পাসে সবাই একত্রিত হন প্রাণের উচ্ছ্বাসে এবং আড্ডা, গান, গল্পে উৎসব মুখর পরিবেশ মুখরিত করে তোলেন পুরো ক্যাম্পাস। সিভিল ফেস্টিভ্যালে অন্যতম আকর্ষণ ছিল দুপুরে সবার জন্য উম্মুক্ত ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।