ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক কে না বলেই বিসিবি জানালো, ‘তামিম নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
অধিনায়ক কে না বলেই বিসিবি জানালো, ‘তামিম নেই’

তামিম ইকবাল ছিটকে যাবেন, এমন খবর সারাদিনই ছিল। এবার সেটি আনুষ্ঠানিকভাবে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না তামিম। তবে তিনি অধিনায়ক, তার জায়গায় কে নেতৃত্ব দেবেন? সেটি জানায়নি বিসিবি।

এদিকে তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে থাকছেন না। তার পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেছেন, ‘ডান কুঁচকিতে গ্রেড ওয়ান স্ট্রেইন রয়েছে তামিমের। এমআরইয়ের পর এটা নিশ্চিত হওয়া গেছে। আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখছি, এরপর তিনি রিহ্যাব শুরু করবেন। দুর্ভাগ্যবশত তিনি ওয়ানডেতে থাকছেন না, প্রথম টেস্ট খেলা নিয়েও সংশয় আছে। ’

নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ক্লোজড ডোর ম্যাচ সিনারিও অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান তামিম। যা তাকে ছিটকে দিলো সিরিজ থেকে। অন্যদিকে তাসকিন আহমেদ অনেকদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন। সর্বশেষ বিসিএলেও খেলতে পারেননি এক রাউন্ডের পর। প্রথম ওয়ানডেতে তাসকিনের না থাকাকে ‘বিশ্রাম’ বলছে বিসিবি।

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।