ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

৩২ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
৩২ রানেই অলআউট বাংলাদেশ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তি ও সামর্থ্য বিবেচনায় স্বাগতিকরা যোজন যোজন এগিয়ে টাইগ্রেসদের থেকে।

ক্রাইস্টচার্চে প্রথম টি-২০ তে যার প্রমাণ মিলল।  

বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল নিউজিল্যান্ড। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। টি-২০ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর তাদের। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

ক্রাইস্টচার্চে বড় লক্ষ্যের জবাব দিতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাওয়ার প্লের ভেতরই। কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৬ রান এসেছে রিতু মনির ব্যাট থেকে। ৫ রান করেন ফারজানা হক ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের হয়ে লিয়া তাহুহু ৪টি ও হেলি জেনসেন শিকার করেন  ৩টি উইকেট। যার ফলে ৩১ বল হাতে রেখেই গুটিয়ে যায় টাইগ্রেসরা।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের কোনো পাত্তা দেয়নি স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৮৪ রান তুলেন সুজি বেটস ও সোফি ডিভাইন। ১১ তম ওভারে বেটসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪১ রান করেন বেটস।  

পরের ওভারে ৪৫ রান করা ডিভাইনকে তুলে নেন জাহানারা আলম। কিন্তু কোনো বোলারই রানের স্রোত আটকাতে পারেননি। চারে নেমে ২৩ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাডি গ্রিন। তাতে ৩ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে বাকি উইকেটটি নেন রিতু মনি।

সিরিজ বাঁচাতে আগামী ৪ ডিসেম্বর ডানেডিনে দ্বিতীয় টি-২০তে নামবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।