ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গিলকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দিলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
গিলকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দিলেন তাইজুল ছবি : উজ্জ্বল ধর

উইকেট ব্যাটিং সহায়ক হবে, অনুমান করা গিয়েছিল আগেই। বুধবারের সকালও ছিল তেমনই।

ব্যাটারদের খুব একটা পরীক্ষা নিতে পারছিলেন না বাংলাদেশের দুই পেসার। ষষ্ঠ ওভারেই তাই বোলিংয়ে চলে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি না পারলেও বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন একজন স্পিনারই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমেছে ভারত। শুভমন গিলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

দিনের প্রথম ঘণ্টার শেষদিকে গিলকে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় বলে লেগ স্টাম্পে ফুল লেন্থে করেন তাইজুল। প্যাডল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় গিলের। প্রথম স্লিপে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি সহজ ক্যাচ নেন লেগ স্লিপ পজিশনে গিয়ে। ৩ চারে ৪০ বলে ২০ রান করেন গিল।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান করেছে ভারত।  

বাংলাদেশ সময় : ১০৩৩ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।