ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতকে অলআউট করা যেতো : তাইজুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ভারতকে অলআউট করা যেতো : তাইজুল ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : প্রথম সেশনেই বাংলাদেশ তুলে নিয়েছিল তিন উইকেট। চলে গিয়েছিল বেশ ভালো অবস্থানেও।

পরে দ্বিতীয় সেশনে আরও এক উইকেট পায় স্বাগতিকরা। কিন্তু এরপর সুযোগ মিসের মহড়া দিয়ে দীর্ঘক্ষণ উইকেট থেকে বঞ্চিত থাকতে হয়েছে। শেষ বিকেলে দুই উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে ভারত। তিন উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে এসে এরপর বলেছেন, সুযোগ মিস না করলে সম্ভব ছিল আজই ভারতকে অলআউট করার। উইকেটের ধরনও এখনও বুঝে উঠতে পারছেন না বলে জানান তাইজুল।

তিনি বলেন, ‘আমিও এটার সঙ্গে একমত (অলআউট করা)। এটা বলতে পারেন। হয়তো আমরা দেখা যাচ্ছে যে, দশ-পনেরো ওভার থাকতে যদি পাঁচ-ছয়টা পড়ে যেতো। আমরা সুযোগগুলো নিতে পারতাম। তখন সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন। ’ 

‘সুযোগগুলো যদি নিতে পারতাম, হয়তো তারা এর মধ্যেই অলআউট হয়ে যেতো। অবশ্যই পূজারা অভিজ্ঞ ব্যাটার। তারা অনেক ভালো বুঝে। যেহেতু সে এটা বলছে....সে ব্যাট করছে, উইকেটের আচরণ বুঝতে পারছে। ও যেটা বলছে এটা ভালো বলছে। আমরা যখন খেলবো বা ব্যাটিং করবো আমাদেরও ফোকাস রেখে জুটি গড়তে হবে। তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো। ’

উইকেটের ধরন নিয়ে তাইজুল বলেন, ‘অনেক সিরিজ খেলেছি ডে বাই ডে ভালো হয়েছে উইকেট। কিন্তু এটাতে আমরা এখনও অনুমান করতে পারছি না কী হবে। আসলে এটা বলা কঠিন। যেহেতু উইকেটের আচরণ এখনও...বড় বড় টার্ন করেছে এমন না। সময় লাগবে হয়তো বা। ’ 

প্রথম সেশনেই বিরাট কোহলির উইকেট পেয়েছেন তাইজুল। ভারতীয় ব্যাটারকে আউট করে উচ্ছ্বাসেও ভাসতে দেখা গেছে তাকে। এই উইকেট কি ক্যারিয়ারের জন্য স্মৃতি হয়ে থাকবে? তাইজুল বলছেন, ‘আমি কোহলির উইকেট তো আগেও পেয়েছি। এই উইকেট দিয়েই ক্যারিয়ার হাইলাইট করতে হবে এমন তো কিছু না। ’

বাংলাদেশ সময় : ১৮০৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।