ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুর টেস্ট জিততে ভারতের দরকার ১৪৫ রান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
মিরপুর টেস্ট জিততে ভারতের দরকার ১৪৫ রান ছবি : শোয়েব মিথুন

৭ উইকেট হারানোর পর বাংলাদেশের আশার আলো নিভে গিয়েছিল এমনিতে। তবে এরপর লিটন দাস-তাসকিন আহমেদ জুটিতে কিছুটা হলেও সম্ভাবনা দেখা দিয়েছিল।

কিন্তু সিরাজের বল বুঝতে না পেরে বোল্ড আউট হয়ে যান লিটন। শেষ হয়ে যায় বাংলাদেশের আশাও।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ২৩১ রান। ভারতের এখন লক্ষ্য ১৪৫ রান।  

কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান জাকির হাসান। পরের ওভার করতে আসেন রবীচন্দ্রন অশ্বিন। তার করা পঞ্চম বলে এলবডিব্লিউয়ের জোরালো আবেদন হয়, আম্পায়ার অবশ্য তাতে সাড়া দেননি।  

রিভিউ নিয়েও ব্যর্থ হয় ভারত, উইকেট ছিল মিসিং। ঠিক তার পরের বল আবারও শান্তর প্যাডে লাগে। এই দফায় আর বাঁচতে পারেননি তিনি। এবার অবশ্য রিভিউ নেন শান্ত, কিন্তু তাতেও কাজ হয়নি। ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরত গেছেন এই উদ্বোধনী ব্যাটার।  

তার কিছুক্ষণ পরই মুমিনুল হকও আউট হন। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১ চারে ৯ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে। ৩৬ বল ক্রিজে থেকে ১৩ রান করা সাকিব আল হাসান আউট হয়েছেন সাদামাটাভাবে। জয়দেব উনাদকাটের বলে এক্সট্রা কাভার অঞ্চলে সহজ ক্যাচ দেন তিনি শুভমন গিলের হাতে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমের রান খরা কাটেনি ভারতের বিপক্ষে মিরপুর টেস্টেও। ১৯ বলে ৯ রান করে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।  বাকিদের আসা-যাওয়ার মিছিলে অবশ্য ব্যতিক্রম জাকির হাসান। এই ব্যাটারের শট সিলেকশন, বল ছাড়া ও শট খেলার ধরন ছিল দারুণ।

হাফ সেঞ্চুরিও পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই উমেশ যাদবের বলে ডি থার্ডম্যান দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। ৫ চারে ১৩৫ বলে ৫১ রান করেন জাকির। ৫ বলে ০ রান করে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজ।

এরপর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। গ্লাভস হাতে তার সময় ভালো যাচ্ছে না, রান নেই ব্যাটেও। তিনি শুরুও এদিন করেছিলেন বেশ ভালো। কিন্তু ধরে রাখতে পারেননি বেশিক্ষণ। এগিয়ে এসে অক্ষর প্যাটেলের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হন এই ব্যাটার। ২ চার ১ ছক্কায় ২৯ বলে ৩১ রান করেন তিনি।

এরপর থেকে দলকে টেনেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন পেয়েছেন হাফ সেঞ্চুরিও। যদিও স্লিপে বিরাট কোহলির কাছে দুবার জীবন পেয়েছেন তিনি। চা বিরতি থেকে ফিরেও ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন লিটন-তাসকিন।  

কিন্তু সিরাজের বলে শেষ হয়ে যায় সবকিছু। তার বল বুঝতেই পারেননি লিটন, সরাসরি লাগে স্টাম্পে। ৭ চারে ৯৮ বলে ৭৩ রান করেন তিনি। তার বিদায়ের পর অলআউট হওয়া ছিল কেবল অপেক্ষার ব্যাপার। তাসকিন আহমেদ সেটি বাড়িয়েছেন কেবল। ৪৬ বলে ৩১ রান করে শেষ অবধি অপরাজিত থেকেছেন তিনি।   

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।