ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কলাপাতায় খাচ্ছেন সাকিব, ছবি ভাইরাল 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
কলাপাতায় খাচ্ছেন সাকিব, ছবি ভাইরাল 

ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে এখন বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর জানুয়ারিতে শুরু হবে বিপিএল।

মাঝের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে নিজের গ্রামের বাড়ি মাগুরায় গেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।  

নিজ বাড়িতে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সাকিব। সেখানে আনন্দে কাটানো কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। ছবিগুলো এরইমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।  

শিশিরের পোস্ট করা কয়েকটিতে দেখা যাচ্ছে―বাড়ির উঠানে তৈরি করা হয়েছে ইটের চুলা।  

সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়। ’

এরপর সেই উঠানেই শীতল পাটি বিছিয়ে কলাপাতায় খেতে বসে পড়লেন সাকিব আল হাসান। এই ছবিও তুমুলভাবে ছড়িয়ে পড়েছে।  

সাকিবের এমন সব ছবি দেখে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া প্রকাশ করছেন। যার বেশিরভাগই বিস্ময় ও ভালোবাসার ইমোজি। কমেন্টবক্সে জমা পড়ছে হাজারো মন্তব্য।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।