ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘পাকিস্তান কি ভারতের চাকর!’- এশিয়া কাপ নিয়ে রমিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
‘পাকিস্তান কি ভারতের চাকর!’- এশিয়া কাপ নিয়ে রমিজ

এশিয়া কাপ কোথায় হবে এ নিয়ে আলোচনা ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরেই। এমনিতে এবারের আসরের স্বাগতিক পাকিস্তান।

তবে ভারতের চাওয়া, পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হোক এই টুর্নামেন্ট। বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে খেলবে না ভারত। যদিও পিসিবি তাদের অবস্থানে অনঢ়।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ রাজাকে। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন নাজম শেঠি। তবে পদে না থাকলেও এশিয়া কাপ নিয়ে নিজের অবস্থান জানাচ্ছেন রমি। তিনি প্রশ্ন করেছেন, পাকিস্তান বা পিসিবি ভারতের চাকর কি না!

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কি সবাই ভারতের চাকর নাকি! ওরা নিজেদেরকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা শক্তিশালী বলে মনে করে। আমরা কি ওদের সব কিছু মেনে চলবো?’

‘নেতৃত্বটা কী? কী এর সংজ্ঞা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে, তখন বিষয়টা তাদেরকে দেখতে হবে। ভারত খেলতে আসতে চাইছে না বা তারা খেলবে না বলে ভেন্যু বদলের এই তোড়জোড় সত্যি মেনে নেওয়া যায় না। ওরা খেলতে আসবে না বলেই নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়াটা একেবারেই ঠিক নয়। এটা কোন সমাধান হতে পারে না। ’

এ সময় নিজের সময়ের কথা উল্লেখ করে রমিজ বলেছেন, ‘আমার সময়কালের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হলো, আমি সব বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনাদের যদি মনে থাকে তা হলে দেখবেন, নিউজিল্যান্ড আমাদের এখানে সফরে এসেও না খেলে চলে গিয়েছিল। তারা যেটা করেছিল, তা একেবারেই অনুচিত ছিল। সেই সময়ে ইংল্যান্ডও পাকিস্তান সফরে আসতে চায়নি। তার পরেই আমি কথা বলে, এই দুটি সফরের আয়োজন কিন্তু করেছি। ’

বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।