বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) কোনো আসরে সেঞ্চুরি নেই মুশফিকুর রহিমের। তবে আজ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নেমেই অনন্য এক সেঞ্চুরি করলেন তিনি।
বিপিএলে ৯ আসরের সবকটিতেই খেলেছেন মুশফিক। শততম ম্যাচ খেলার আগে ৩৭.৯৭ গড়ে ২ হাজার ৫৮২ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২ হাজার ৬৭৬ রান করে শীর্ষে থাকা তামিম ইকবালের পরেই তার অবস্থান।
বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মুশফিকের ঠিক পরে আছেন এনামুল হক বিজয়। ৯ আসরে ৯৬ ম্যাচ খেলেছেন তিনি। ৯৫ তম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকের বর্তমান সতীর্থ ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৯৪ ম্যাচ নিয়ে ইমরুল কায়েস চারে। এবং সমান ৯৩ টি করে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এএইচএস