ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বেশি সময় পেলে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি : আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বেশি সময় পেলে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি : আফিফ

চট্টগ্রাম থেকে : খেলতে নেমেছিলেন তিন নম্বরে। পুরো সময়টা ক্রিজে ছিলেন, মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে।

৫২ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন আফিফ হোসেন। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে এক ম্যাচ পর জয়ের দেখা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তিন নম্বরে নামায় বাড়তি সময় পেয়েছেন, ম্যাচও বের করতে পেরেছেন। বেশি বল হাতে থাকলে আফিফের এমন ইনিংস আছে জাতীয় দলেও। কিন্তু তাকে নামতে হয় পরে। একটু আগে নামলে কি ভালো হয় আফিফের জন্য?

এ নিয়ে ঢাকা ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ‌্যবোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন‌্য একটু কঠিন হয়ে যায়। ’

তিন নম্বরে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নে আফিফ বলেন, ‘তিনে ব‌্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ’

‘আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। কখনো চিন্তা করি না যে, আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ওই নাম্বারে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম‌্যাচ জিতিয়ে বের হওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি। ’

বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।