ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয় গ্রুপ পর্ব নিশ্চিন্তেই পাড়ি দিয়েছে দিশা বিশ্বাসের দল।

এবার সুপার সিক্সের পালা। যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে।  

চারটি গ্রুপ থেকে উত্তীর্ণ ১২টি দলকে সুপার সিক্সে দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘ডি’ এর টেবিলের দুই ও তিন নম্বর দলের বিপক্ষে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতকে। অন্যদিকে গ্রুপ ডি চ্যাম্পিয়ন ভারত খেলবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে।  

সুপার সিক্সে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলতে পারবে। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। সুপার সিক্সের অপর গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও রুয়ান্ডা। আগামী ২১ জানুয়ারি পচেফস্ট্রুমের শনউইস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। আবসা পুক ওভালে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আগামী ২৫ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।