ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের জন্য পিএসএলকে ‘না’ বললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জাতীয় দলের জন্য পিএসএলকে ‘না’ বললেন তাসকিন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগমুহূর্তে দল পান সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচও খেলেন এই অলরাউন্ডার।

তবে সাকিব ছাড়াও পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন আরেক বাংলাদেশি। কিন্তু জাতীয় দলের জন্য সেই প্রস্তাবকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন আহমেদ।

ফর্ম ধরে রেখে  সদ্য সমাপ্ত বিপিএলে তাসকিন ছিলেন দুর্দান্ত। তার দল ঢাকা ডমিনেটর্স ক্রমাগত হারের বৃত্তে থাকলেও আলো ছড়িয়েছেন ডানহাতি এই পেসার। ৯ ম্যাচ খেলে মাত্র ৬.০২ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। ইনজুরিতে পড়ায় শেষ দিকে কিছু ম্যাচ খেলেননি। তবে তাসকিন এখন অনেকটাই ফিট হওয়ার পথে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল মুলতান সুলতান্স। তিন ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু সামনেই যেহেতু ইংল্যান্ড সিরিজ, তাই ঝুঁকি নিতে চাননি তাসকিন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের ডানহাতি পেসার বলেন, “মুলতান সুলতান্স থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, ‘সে বললো তুমি ফিট আছো তাও মনে হয় আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি খেলো আর যদি লেগে যায় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে। ’ পরে ভাবলাম তিন ম্যাচের জন্য যেয়ে কী আর হবে। ”    

‘দিন শেষে বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে বা ম্যানেজমেন্ট আছে। যেহেতু এতো গুরুত্বপূর্ণ একটি সিরিজ। গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। ‘

গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন। সিরিজের মাঝখানেই তখন আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু জাতীয় দলকে মাথায় রেখে সেটাও ফিরিয়ে দিয়েছিলেন এই পেসার। পরে অবশ্য বোর্ড থেকে সম্মানিও পান।  

তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি তাহলে ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এইটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনেই হবে। ’

এদিকে  আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।