ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেখ কামাল যুব কাপে টুর্নামেন্টসেরা আরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
শেখ কামাল যুব কাপে টুর্নামেন্টসেরা আরিফুল

ইতোমধ্যে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবার আছেন দলটির নেতৃত্বে।

আরিফুল ইসলাম দলকে জেতালেন শেখা কামাল যুব ক্রিকেট লিগ, হলেন টুর্নামেন্টেরসেরা খেলোয়াড়ও।  

শনিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টে ফাইনালে মধ্যাঞ্চলের যুবাদের ৭ উইকেটে হারিয়েছে পূর্বাঞ্চলের যুবারা। এই টুর্নামেন্টটি মূলত বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটার সংগ্রহের গুরুত্বপূর্ণ জায়গা।

৫০ ওভারের ম্যাচটির ফাইনালে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৪২ রান করে মধ্যাঞ্চল। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৪৬ রান করেন উদ্বোধনী ব্যাটার মাজহারুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ বলে ২৫ রান আসে অধিনায়ক রিজন হোসেনের ব্যাটে।

বল হাতে পূর্বাঞ্চলের হয়ে সবগুলো উইকেটই নেন দুই বোলার। ৮ ওভারে ২ মেডেনসহ ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আশরাফুল হোসেন। ৮ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১৯ রান দেন পাঁচ উইকেট নেন ইয়াসির আরাফাতও।

লক্ষ্য তাড়ায় নেমে সহজ জয়ই পেয়েছে পূর্বাঞ্চল। উদ্বোধনী ব্যাটার জাওয়াদ আবরারের ৪২ বলে ৪২ রান করে আউট হন। তার সঙ্গে ১৬ রান করে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও ৪ বলে ১৭ রান করে আরদান সাকিন সিয়াম আউট হন। তবে অধিনায়ক আরিফুল ৮ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন শেষ অবধি।

৬ ইনিংসে ৫০ গড় ও ৭৪.১৮ স্ট্রাইক রেটে ২৫০ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আরিফুল। একই সঙ্গে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকও। ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট মধ্যাঞ্চলের শিহাবের।

বাংলাদেশ সময় : ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।