ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়: হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়: হাথুরু ফাইল ছবি

‘আগ্রাসী ক্রিকেট’ গত কয়েক বছরে ক্রিকেটের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি। বিশেষত ইংল্যান্ডের খেলার ধরন নজর কাড়ছে সবার।

তিন ফরম্যাটেই তারা খেলছে আক্রমণাত্মক ক্রিকেট। এবার তাদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ। ঘুরেফিরে তাই প্রসঙ্গটি চলে আসছে বারবার।  

টাইগারদের হেড কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সপ্তাহখানেক ধরে দলের সঙ্গে কাজ করছেন তিনি। দলের ভেতর আগ্রাসী মানসিকতাই বয়ে দিতে চান তিনি। লঙ্কান কোচ জানিয়েছেন, আগের মেয়াদেও এমন কিছুই করেছেন তিনি। যদিও তার দাবি, শুধু বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়।  

তিনি বলেছেন, ‘আমার শেষ দফার দায়িত্বে আমরা আগ্রাসী ক্রিকেট খেলেছি। আপনি যদি বলেন, বাংলাদেশ আগ্রাসী ক্রিকেট খেলে না, আমি সেটি বিশ্বাস করি না। আমরা আগ্রাসী ক্রিকেট খেলি। ’

‘আপনি শুধু ব্যাটসম্যানদের অ্যাকশন দেখেন। আগ্রাসী ক্রিকেট বলতে আগ্রাসী ফিল্ডিং সাজানোও বোঝায়। তো আগ্রাসী ক্রিকেট খেলার অনেক উপায় আছে। শুধু বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়। মাঠে আমরা ওই এটিচ্যুডটা আনার চেষ্টা করছি। হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং; আমরা এভাবেই পারফর্ম করতে যাচ্ছি। ’ 

দলের প্রস্তুতি নিয়ে হাথুরু বলেছেন, ‘আমার মনে হয় গত কয়েকদিনে প্রস্তুতি ভালোই হয়েছে। আমাদের একটা প্রস্তুতি ম্যাচ ছিল আর এরপর ম্যাচ সিনারিও সেশনও। ক্রিকেটাররা যে ধরনের দায়বদ্ধতা দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ। আমার মনে হয় তারা খুব ভালোভাবেই তৈরি। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।