নাগপুর, দিল্লি টেস্টের পর ইন্দোরেও স্পিনের মায়াবী ফাঁদ। সেই ফাঁদে অবশ্য পা দিয়েছে ভারতই।
কিন্তু এই উইকেটে সেই লক্ষ্য যে একদমই মামুলি নয় এর প্রমাণ প্রথম দুই দিনেই মিলেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অল-আউট হয়েছে ভারত। এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংস ১৯৭ রানে গুটিয়ে যেয়ে লিড নেয় ৮৮ রানের।
ভারতের দ্বিতীয় ইনিংসে একাই ৬৪ রানে ৮ উইকেট নেন লায়ন। ছয় বছর আগে এই ভারতের মাটিতেই ৫০ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন তিনি। এবার দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ১১ উইকেট।
অজি স্পিনারের ক্যারিয়ারে এটা চতুর্থবারের মতো ম্যাচে ১০ বা ততোধিক উইকেট প্রাপ্তি। ভারতীয় ব্যাটারদের মাঝে একমাত্র চেতেশ্বর পূজারা পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। নাথান লায়নের শিকার হওয়ার আগে তিনি করেন ১৪২ বলে ৫৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন শ্রেয়স আইয়ার। চারে নেমে বিরাট কোহলি ১৩ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা করেছেন ১২ রান। পাঁচ ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি। ভারত অল-আউট হতেই আজ দিনের খেলার ইতি টানা হয়।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এএইচএস