ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নিজের খেলা’ সম্পর্কে ধারণা বেড়েছে শান্তর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
‘নিজের খেলা’ সম্পর্কে ধারণা বেড়েছে শান্তর ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেট ও দুই ওভার হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা।

এই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে ভালো করেছেন।  

এর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সেটিতেও। ওই ফর্ম টেনে নিয়ে এসেছেন তিনি। খেলেন ৩০ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস।

 শান্ত সমালোচনার লম্বা পথ পাড়ি দিয়েছেন ক্যারিয়ারে। এখন কী পার্থক্য দেখেন? এমন প্রশ্নে তিনি চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বলেছেন, ‘আমি ধারাবাহিক রান করেছি। একজন ব্যাটার হিসেবে যখন ধারাবাহিক রান করবো ভিন্ন একটা আত্মবিশ্বাস তো থাকেই। খেলা সম্পর্কেও অনেক ধারণা আসে। আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে ইনিংস লম্বা করবো এই ব্যাপারে আমার ধারণা ভালো ছিল। সেটাই শুধু প্রয়োগ করার চেষ্টা করেছি। ’

ইংল্যান্ডকে হারানো নিয়ে শান্ত বলেছেন, ‘আমরা ভালো শুরু পেয়েছিলাম। শুধু এই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করেছি। আমাদের সাধারণ পরিকল্পনাই ছিল। বল দেখেছি আর এভাবে খেলেছি। আমারা যারাই খেলেছি আজকে বিপিএলে আমরা যেভাবে ব্যাটিং করেছি, যে প্ল্যানিং ছিল বা যেমন মানসিকতা ছিল সেটাই আজকে প্রয়োগ করার চেষ্টা করেছি। আমরা ভিন্ন কিছু করতে চাইনি। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। ’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। এই ব্যাটারের সঙ্গে শান্তর জুটিতেই ম্যাচ সহজ করেছে বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ম্যাচশেষে তার প্রশংসা ছিল শান্তর কণ্ঠে।

তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ হিসেবে তার যে এপ্রোচটা ছিল, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওইটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওকে দেখে কখনও নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় দলের বিপক্ষে। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম। ’

বাংলাদেশ সময় : ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।