টি-টোয়েন্টি দলকে বাংলাদেশ অনেকদিন ধরেই নতুন করে গড়তে চাইছে। এ নিয়ে বিসিবিরও চেষ্টার কমতি নেই।
গত বিশ্বকাপে উন্নতির ছাপ রাখে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খেলতে নামে টাইগাররা। এই ফরম্যাটে কয়েক মাস আগেই তারা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন। এই দলকেই বাংলাদেশ করেছে হোয়াইটওয়াশ। এমন পারফরম্যান্সের পর বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।
সাকিবদের বোনাস দেওয়ার বিষয়টি জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার, তাই ওরা এটা (বোনাস) পাবে। ’
‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন। ’
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম