যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি পেতে পারতেন অবলীলায়ই। ২ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন।
হিউমের বলে উইকেটের পেছনে যখন ক্যাচ দেন, ৯ চারে ৮৯ বলে ৯৩ রান করেছেন তিনি। সাকিবের সেঞ্চুরি না পাওয়ার ১৩৭০ দিন হয়ে গেল। সর্বশেষ ২০১৯ সালের ১৭ জুন সেঞ্চুরি করেছিলেন তিনি।
৯৩ রানে আউট হয়ে সাকিব আরেকটি খারাপ রেকর্ডও নিজের করে নিয়েছেন। মুশফিকের রহিমের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে চতুর্থ ও সব মিলিয়ে অষ্টমবারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকে গেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে বাংলাদেশ। হৃদয় ৭০ বলে ৬৭ ও মুশফিক ৯ বলে করেছেন ১৭ রান।
বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, ১৮ মার্চ, ২০২৩
এমএইচবি