সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ। যদিও টস ভাগ্য এবারও পক্ষে যায়নি।
গ্রাহাম হিউমের বল ফাইন লেগে পাঠিয়ে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু উইকেটের অপর প্রান্তে পৌঁছানোর আগেই রান আউটে কাটা পড়েন তিনি। ফলে ৩১ বলে ৪ চারে ব্যক্তিগত ২৩ রানে থামতে হলো বাংলাদেশ অধিনায়ককে। দীর্ঘদিন অফ ফর্মে থাকা এই বাঁহাতি এখন নিজেকে হারিয়ে খুঁজছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের নিমন্ত্রণ দেয় আয়ারল্যান্ড। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন পেসার হাসান মাহমুদ। ফুটবল খেলতে গিয়ে চোখে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজ নেই এই ম্যাচেও। আয়ারল্যান্ডের একাদশেও এসেছে একটি বদল। ম্যাথু হামফ্রিস ঢুকেছেন গ্যারেথ ডিল্যানির জায়গায়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এএইচএস