প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর টানা তিন জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিল যুবা টাইগাররা।
আবু ধাবির টলেরেন্স ওভালে বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনার মাহফুজুর রহমানের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন আফগান ব্যাটাররা, গুটিয়ে যান মাত্র ১৩৭ রানে। জবাবে ৪ উইকেট হারালেও ২৩.২ ওভারে জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আফগান ব্যাটিং লাইনআপ। ষষ্ঠ ওভারে হিজবুল্লাহ দোরানিকে বিদায় করে উইকেটের খাতা খোলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। দলীয় ৫০ পেরোতেই ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এর মধ্যে ৩ উইকেট নেন মাহফুজ একাই। এক সময় ৬০ রানে ৫ উইকেট হারানো আফগানরা একশ ছাড়ায় মোহাম্মদ হারুন ও খালিদ তানিওয়ালের ৫৪ রানের জুটিতে ভর করে।
তবে একশ ছাড়ানোর পর ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। এবারও বোলিংয়ে মূল ভূমিকা রাখেন সেই মাহফুজ। পর পর দুই বলে খালিদ ও ফরহাদ ওসমানীকে বিদায় করে ৫ উইকেট পূরণ করেন তিনি। এরপর ইয়ামা আরবকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ষষ্ঠ উইকেটের দেখাও পেয়ে যান মাহফুজ। শেষদিকে একই ওভারে ২ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেন রাফি।
বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক মাহফুজ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান খরচে নিয়েছেন ৬ উইকেট। এর আগে যুব ওয়ানডেতে এমন কীর্তি ছিল মাত্র একজন বাংলাদেশি বোলারের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা।
জবাবে বাংলাদেশের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ১৭ রান করে বিদায় নেন ওপেনার আশিকুর রহমান। এরপর তিনে নামা জিশান আলমের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৫ রানের ইনিংস। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। আরিফুল ২২ ও রিজওয়ান করেন ৪৩ রান। বাকি কাজ অনায়াসে সারেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের যুবারা হেরে যায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। তবে এরপর তারা থাকে জয়ের ধারায়। শ্রীলঙ্কাকে পরের দেখায় হারানোর পর আফগানদের হারায় টানা দুইবার। শেষবারের ম্যাচটি পরিণত হয়েছিল ফাইনালে। যা জিতে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ। এর আগে এই আফগানদের বিপক্ষেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল যুবারা।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএইচএম/আরএইচ