ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেউ ‘এনওসি’ দিলে দিতে পারেন, আইপিএল প্রসঙ্গে পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
কেউ ‘এনওসি’ দিলে দিতে পারেন, আইপিএল প্রসঙ্গে পাপন ছবি: সোহেল সারওয়ার

চট্টগ্রাম থেকে : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। এই টুর্নামেন্টে বাংলাদেশের তিন ক্রিকেটারের খেলা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এমন খবরও ছড়িয়েছে, সাকিব আল হাসানকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়েছে।

৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে তিনি থাকবেন না। তার বদলে টেস্টের নেতৃত্ব দেবেন লিটন দাস। কিন্তু এমন খবরকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

তিনি বলেছেন, ‘মত বদলেছি মানে? আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের (সাকিব-মোস্তাফিজ-লিটন) ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার। ’ এ সময় এনওসি ইস্যুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে। ’

সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই। ’

বাংলাদেশের তিন ক্রিকেটার এবার সুযোগ পেয়েছেন আইপিএলে। তাদের নিয়ে কি প্রত্যাশা করছেন এমন প্রশ্নে পাপন বলেন, ‘খেলাবে কি না তাও জানি না। আপনি যদি নিশ্চয়তা দেন খেলাবে তাহলে একটা বলতে পারি। ’

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।