ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

আউট নিয়ে সাকিব আমার চেয়ে বেশি হতাশ: সিডন্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
আউট নিয়ে সাকিব আমার চেয়ে বেশি হতাশ: সিডন্স ছবি: শোয়েব মিথুন

প্রথম বলেই এসে মেরেছিলেন বাউন্ডারি। সাকিব আল হাসান আক্রমণাত্মক ছিলেন পুরো ইনিংসজুড়ে।

কিন্তু বল খেলেছেন মাটিতে, আগ্রাসী থাকলেও ভুল প্রায় করেনইনি। ৪৫ বলের হাফ সেঞ্চুরিতে বাউন্ডারি ছিল ৯টি, ছক্কা একটিও নয়। কিন্তু লাঞ্চের পর তাকে নিয়ে পরিকল্পনায় বদল আনে আয়ারল্যান্ড।  

অফ স্টাম্পের বাইরে বল করে তারা সফলও হয়। ৯৪ বলে ৮৭ রান করে ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাকিব। তার এমন আউট নিয়ে ম্যাচের পর কথা বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনি বলছেন, প্রতিপক্ষের পাতা ফাঁদে পা দিয়ে সাকিবই বেশি হতাশ।

তিনি বলছিলেন, ‘আউটটা কিছুটা হতাশাজনক ছিল তার জন্য। আমার মনে হয় বোলার টেকটিকসে বদল এনেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে বল করছিল আর তাকে এই শট খেলতে প্ররোচিত করেছে। আমার চেয়ে সাকিবই বেশি হতাশ। কিন্তু মুশফিক দারুণ ইনিংস খেলেছে আজ, সাকিব ও সে ছিল অসাধারণ। ’

‘আমার মনে হয় সাকিব যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছে। পুরো ইনিংসজুড়েই সুইপ শট ভালো খেলেছে। কিন্তু ওই টেকটিকস প্রয়োগ করার পর সম্ভবত এটা ভুল শট ছিল। ব্যাটিংয়ে একটি ভুল করলেই আপনি আউট। আমার মনে হয় না সেঞ্চুরির দিকে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ৮০ এর কিছু বেশি রান ছিল তার, ওয়ানডেতে আরও কাছাকাছি ছিল। আমি নিশ্চিত সে একটা সেঞ্চুরি পেতে চাইবে, কিন্তু দলের প্রতি তার অবদানে আমরা খুশি। ’

মুশফিকের সঙ্গে জুটি গড়ে তুলকে বিপদ মুক্ত করার প্রশংসায় জেমি বলেন, ‘সাকিব দ্রুত রান করেছে। কিন্তু আকাশে বল মারেনি। সে যখন ব্যাটিং করেছে, আমার মনে হয় সেই আজকে আমাদের সেরা ব্যাটার ছিল। খুবই নিয়ম মেনে খেলেছে। আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম, এরপর সে দারুণভাবে তুলে এনেছে। একসঙ্গে বড় জুটি গড়েছে আর খুবই ভালো অবস্থানে নিয়ে এসেছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।