চন্ডিকা হাথুরুসিংহে হেড কোচ হওয়ার পর থেকেই জাতীয় দলের জন্য সহকারী কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ অবধি খুঁজে পেয়েছে বিসিবি।
৪৯ বছর বয়সী এই প্রোটিয়ার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। ওখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
প্রায় এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস। শ্রীলঙ্কা (২০১৭-১৮) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৮-১৯) হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বর্তমানে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচের দায়িত্বে আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন পোথাস। খুব একটা ভালো করতে পারেননি ডানহাতি এই ব্যাটার, এক ইনিংস ব্যাট করে করেছেন কেবল ২৪ রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৮ ম্যাচ খেলে ৪০.৮৫ গড়ে ১১ হাজার ৪৩৮ রান করেছেন তিনি। লিস্ট-এ তে আছে ২৩৬ ম্যাচে ৪৫৬৭ রান।
বাংলাদেশের দায়িত্ব পেয়ে পোথাস বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি আমাদের সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে। ’
বাংলাদেশ সময় : ১৩৩১ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০২৩
এমএইচবি