অনাপত্তিপত্র পাওয়ার পরও আইপিএলের ১৬ তম আসরে খেলছেন না সাকিব আল হাসান। তবে এনিয়ে আলোচনা এখানেই শেষ নয়।
আনন্দবাজারের দাবি, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটন দাসকে দলে পেতে বিশেষ প্রস্তাব দিয়েছিল কলকাতা। তারা চেয়েছিল, টেস্ট ম্যাচে লিটন কেবল দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব যেন শুরু থেকেই আইপিএলে অংশ নেয়। টেস্ট শেষ হলে লিটন যোগ দেবে আইপিএলে।
আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কলকাতার হয়ে খেলুক। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক আইপিএলে। সেটা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তা না মেনে সাকিব-লিটন দুজনকেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখে বিসিবি। এই টেস্ট শেষ হলে আইপিএলে যোগ দেবেন লিটন। তাকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য দিয়ে নিলাম থেকে কিনেছিল কলকাতা।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এএইচএস