ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘সন্দেহ’ না রেখে অমিতকে জাতীয় দলে দেখতে চান রাজ্জাক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
‘সন্দেহ’ না রেখে অমিতকে জাতীয় দলে দেখতে চান রাজ্জাক অমিত হাসান/সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম, চোট ছিটকে দিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। তরুণদের জন্য এই সিরিজ তাই পরীক্ষার মঞ্চ।

তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে সুযোগ মেলেনি চলমান জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানের।  

এবারের এনসিএলে ৮ ইনিংসে ৮১ গড়ে ৫৬৭ রান করেছেন তিনি। সিলেটের হয়ে খেলা এই ক্রিকেটার হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। তবুও জাতীয় দলে তিনি সুযোগ না পাওয়ায় নানা আলোচনা হচ্ছে। এ নিয়ে বুধবার মিরপুরে কথা বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।  

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি যে ভালো খেলুক। এত ভালো খেলুক যেন আমাদের কোনো সন্দেহ না থাকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে...আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলোয়াড়কে সন্দেহ নিয়ে ইন্ট্রিডিউস করিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আমার পয়েন্ট অব ভিউ, যদি ক্লিক করে তাহলে ফাইন। আর ক্লিক না করলে দেখা যায় একটা ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে চাপের কারণে, বিভিন্ন কারণে হতে পারে। চেষ্টা করবো ধারাবাহিকতা ধরে রেখে যেন মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া যায়। আমি কখনও বলতে পারবো না এই ছেলেকে নিলে ভালোই খেলবে। ’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে বিভিন্ন সময়েই প্রশ্ন থাকে। প্রথম শ্রেণির ক্রিকেটের বেহাল দশার ছাপ পড়ে টেস্টে। তবে এখন এনসিএলে উইকেটের মান, বল বদলানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাজ্জাক।  

তিনি বলেন, ‘জাতীয় লিগে খেলা, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়া-ভারতের প্রথম শ্রেণির ম্যাচ বলেন। আকাশ-পাতাল পার্থক্য। এটা কখনওই এক হবে না। আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমমানে তো নেওয়া সম্ভব না, কিন্তু যত কাছাকাছি নেওয়া যায়। ’

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।