ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সোহানের হাফ সেঞ্চুরিতে এনসিএলের কোয়ালিফায়ারে খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
সোহানের হাফ সেঞ্চুরিতে এনসিএলের কোয়ালিফায়ারে খুলনা নুরুল হাসান সোহান। ছবি: এনসিএল

নুরুল হাসান সোহান হাফ সেঞ্চুরি করলেন। অলআউট হলেও লড়াই করার পুঁজি খুলনা পেয়ে গেল ঠিকই।

টপ অর্ডারদের ব্যর্থতার পর নাঈম হাসান ও ইয়াসির আলির চেষ্টা আর কাজে আসেনি চট্টগ্রামের জন্য।  

শনিবার এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটরে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে ১৯ ওভার ৩ বল খেলে ১৪৭ রানে অলআউট হয় খুলনা। পরে ওই রান তাড়ায় নেমে ৬ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।

টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান তুললেও হারায় তিন উইকেট। ২৬ বলে ২০ রান করেন আজিজুল হাকিম তামিম, ১২ বলে ১৬ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।  

পরের ব্যাটারদের মধ্যে কেবল নুরুল হাসান সোহানই লড়াই চালিয়ে যান। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন তিনি। সপ্তম ব্যাটার হিসেবে সোহান আউট হওয়ার পর আর স্রেফ তিন রান যোগ করতে পারে খুলনা। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন আহমেদ শরীফ, তিন উইকেট পান ফাহাদ হোসেন। মাঝে ১৪ বলে ২৩ রান করে আউট হন শাহাদাৎ হোসেন দীপু।

রান তাড়ায় নেমে চট্টগ্রামও তেমন সুবিধা করতে পারেনি। পাওয়ার প্লের ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান করে তারা। ক্রমেই তাদের জন্য সমীকরণ জটিল হতে থাকে রান তোলার গতির কারণে।  

শেষদিকে ইয়াসির আলি চৌধুরী ও নাঈম হাসান চেষ্টা চালান। ২৭ বলে ৩৭ রান করে ইয়াসির আউট হন। তবে শেষ অবধি ছিলেন নাঈম। শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল চট্টগ্রামের, দুই চার ও এক ছক্কায় নাঈম ১৬ রানের বেশি নিতে পারেননি। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।