আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, রেগে আগুন ক্রিকেটার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেকটা নিয়মিত দৃশ্যই বলা চলে।
মেহেদী হাসান মিরাজ তাদেরই একজন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানা গুণতে হয়েছে তাকে। সেই উদাহরণ টেনে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, ক্রিকেটারদের আচরণ অনেক সময়ই আদর্শের বাইরে চলে যায়।
শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘খেলোয়ড়রাও কিন্তু বেশি প্রতিক্রিয়া দিচ্ছে । যেটা আদর্শের বাইরে। এরপর যখন সিসিডিএমের সঙ্গে আলোচনা করবো, তারা নিয়মটা বানায়। আলাপে এটা আনতে হবে আমাদের । ক্রিকেটারদেরও ঠাণ্ডা হতে হবে। এরকম প্রতিক্রিয়া আপনি দেখাতে পারেন না মাঠে। ভুল করছে আম্পায়ার তবুও। আমি শতভাগ অভয় দিতে পারি ইচ্ছেকৃত সিদ্ধান্ত হচ্ছে না। ’
ক্রিকেটারদের এমন আচরণ কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের চাপে ফেলে? মিঠু বলেন, ‘এটা আমিও মনে করি। আমরাও যখন খেলতাম প্রেশার টেকটিকস ব্যবহার করতাম। এটা কিন্তু খেলোয়াড়রা করবেই। কিন্তু তখনকার নিয়ম ও এখনকার নিয়মে আকাশ-পাতাল পার্থক্য। আন্তর্জাতিক পর্যায়ে এটা একদম বন্ধ। ’
‘আপনি কিছু অসন্তোষ দেখালেই ম্যাচ ফাইন। আমাদেরও আস্তে আস্তে ওই লেভেলে যাচ্ছে। যেরকম দেখেন মিরাজের ঘটনাতেও সর্বোচ্চ জরিমানা করা হয়েছে। আমার মতে এটা খেলোয়াড়দের করা উচিত না। বাংলাদেশের প্লেয়ারদেরও আমাদের সাহায্য করা উচিত ক্রিকেটের মান উন্নয়নে। ’
বাংলাদেশ সময় : ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমএইচবি/এএইচএস