আইপিএল চলাকালীন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হয়েছিল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে ফেরার পথে চুরি হয়েছে তাদের ১৬ টি ব্যাট, প্যাড, জুতাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
গত ১৫ এপ্রিল বেঙ্গালুরু ম্যাচ শেষে দিল্লিতে ফেরার পথে ক্রীড়া সামগ্রী খোয়া যায় দিল্লি ক্যাপিটালসের। এই সরঞ্জামগুলো ছিল ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধুলের। ঘটনাটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয় আইপিএলে। কড়া নিরাপত্তার মাঝেও কীভাবে এমন ঘটনা ঘটে- তা নিয়ে শুরু হয় সমালোচনা।
অবশেষে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজেই জানালেন, চুরি যাওয়া ক্রীড়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চোরও ধরা পড়েছে, তবে সবগুলো জিনিস পাওয়া যায়নি। আজ শুক্রবার উদ্ধার হওয়া সরঞ্জামের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অস্ট্রেলিয়ান ওপেনার লিখেছেন, ‘তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনও পাওয়া যায়নি, কিন্তু ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এএইচএস