ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘হাইব্রিড মডেলে’ আগ্রহী বিসিবি, রাজি নয় ভারত 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
‘হাইব্রিড মডেলে’ আগ্রহী বিসিবি, রাজি নয় ভারত 

এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা কাটছেই না। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল, আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া 'হাইব্রিড মডেলে' রাজি হয়েছে ভারত।

কিন্তু এবার ভারতের পক্ষ থেকে নাকি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মডেলে হলেও খেলতে আগ্রহী।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, এশিয়া কাপ পাকিস্তানের বদলে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে হোক এমনটাই চায় ভারত। অর্থাৎ পিসিবির হাইব্রিড মডেল গ্রহণে করেনি তারা। পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাবেও রাজি নয় পাকিস্তান।  

গতকাল ভেস্তে যাওয়া আইপিএল ফাইনালের দিন বিষয়টি নিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু সেই বৈঠকে বিসিবির কোনো প্রতিনিধি যোগ দেননি। বৈঠকের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বোর্ডের এক সদস্য পিটিআইকে বলেছেন, ‘শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান পিসিবিকে বলেছে, তাদের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। কিন্তু হাইব্রিড মডেলে আগ্রহী নয় ভারত। '

এদিকে বিসিসিআই রাজি না হলেও এই মডেলে খেলতে সমস্যা নেই বিসিবির। তবে এক্ষেত্রে এসিসি যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে জালাল বলেন, 'এশিয়া কাপ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারব এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে। যেহেতু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, তাই আমরা অপেক্ষা করছি।  

পিসিবির প্রস্তাবিত 'হাইব্রিড মডেল' নিয়ে জালাল ইউনুস বলেন, 'আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে কোন মডেলে হতে যাচ্ছে- হাইব্রিড অথবা অন্যকিছু। সেই সিদ্ধান্ত অনুযায়ী যে মডেলই হোক আমরা খেলতে আগ্রহী। '

ভারতের আপত্তির কারণে শেষ মুহূর্তে হয়তো এশিয়া কাপের ভেন্যু হিসেবে বিকল্প কোনো দেশের নাম সামনে আসবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু সম্ভাব্য ভেন্যু দুবাইয়ে এশিয়া কাপ খেলতে অসুবিধার কথা জানালেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। তিনি বলেন,  'এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় যে দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে হয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে। (অস্বস্তি) কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন। ' 

'গতবার আমরা টি-টোয়েন্টিতে দেখেছি রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না প্রচন্ড গরমের কারণে। অস্বস্তি তো থাকবেই। বিশেষ করে যখন আমরা বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছি। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সেজন্যই আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে। তবে আমাদেরকে এসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ' 

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।