ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে যাওয়া জেসির কাছে বড় পাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এশিয়া কাপে যাওয়া জেসির কাছে বড় পাওয়া

গত বছর বাংলাদেশে হয়েছিল নারী এশিয়া কাপ। ওই টুর্নামেন্টে স্বাগতিকরা খেলতে পারেনি সেমিফাইনালে।

তবে এর সঙ্গে আরও একটি আফসোসও যোগ হয় বাংলাদেশের। তখন থেকেই নারী আম্পায়ারের তাগিদটা ভালোভাবে অনুভব করা শুরু হয়।

এবার অবশ্য আশা পূরণ হতে যাচ্ছে। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাবেন সাথিরা জাকির জেসি। এই ক্রিকেটার জানালেন, দীর্ঘদিন ধরেই এমন কিছুর জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করাও নিজের জন্য বড় পাওয়া মনে করেন জেসি।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে। বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাইকেও। তারা অনেক সাহায্য করেছেন। বিসিবিরও একটা ইচ্ছে ছিল, আইসিসির সব ইভেন্টে নারী আম্পায়াররা আছে। সেখানে আমরা পিছিয়ে ছিলাম। গতবার যখন এশিয়া কাপ বাংলাদেশে হলো বিসিবিও মিস করেছে এবং আমরাও মিস করেছি যে আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যেন কঠোর পরিশ্রম করি এবং এখানে আসতে পারি। ’

‘বিসিবিও আমাদের তৈরি করেছে। এরপর থেকে যতগুলো টুর্নামেন্ট হয়েছে ছেলেদের ফার্স্ট ডিভিশন, সেকন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, মেয়েদের বিসিএল থেকে শুরু করে অনেকগুলো টুর্নামেন্ট করা হয়েছে। বিসিবি এবং আমাদের যৌথ প্রচেষ্টার ফল এই এশিয়া কাপটায় যাচ্ছি। এসিসি থেকেও চাইছিল বাংলাদেশ থেকে কোনো নারী আম্পায়ার যাক। সবকিছু মিলিয়ে এই সুযোগটা এসেছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ’

তিনি আরও বলেন, ‘গত এক দেড় বছরে প্রায় ৫০-৬০টার উপরে ম্যাচ পরিচালনা করেছি। আমি যদি নিজের কথা বলি, ১১-১২টা লঙ্গার ভার্সন ম্যাচ আমি পরিচালনা করেছি। শুধু তো গেলেই হবে না ভালো করে জানতে হবে। এজন্য আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে। এখনও আমাকে নিয়মিত ক্লাস করানো হচ্ছে। ক্রিকেটের আইন নিয়ে, টিভি আম্পায়ারিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে। যেটা আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই। যেটা এশিয়া কাপে গিয়ে আমাদের করতে হবে। এই ক্লাসগুলো এখনও করছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।