ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ার খুঁজছে বিসিবি, আবেদন করবেন যেভাবে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
আম্পায়ার খুঁজছে বিসিবি, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশে ভালো আম্পায়ারের সংকট অনেকদিনের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই এ নিয়ে শোনা যায় বিস্তর অভিযোগ।

তবে আম্পায়ারিংয়ে উন্নতির জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

এবার নতুন আম্পায়ারের খুঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ‘কোয়ালিফাইং আম্পায়ারিং কোর্স’ চালু করতে যাচ্ছে বিসিবি। এজন্য একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, আগামী ২৩ জুলাই থেকে ২৭ জুলাই ৫ দিনব্যাপী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলবে প্রশিক্ষণ কর্মশালা।

১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। বয়স ৩৫ এর কম ও এইচএসসি পাশ করার শর্ত দেওয়া হয়েছে। যদিও লিস্ট-এ ক্রিকেটার ও জেলা ক্রিকেটের প্রতিনিধিদের এ ব্যাপারে ছাড় দেওয়া হবে। আবেদনের বিস্তারিত তথ্য বিসিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।