ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়টা প্রাপ্যই ছিল না বলছে ক্যারিবীয়রা, আশা ঘুরে দাঁড়ানোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
জয়টা প্রাপ্যই ছিল না বলছে ক্যারিবীয়রা, আশা ঘুরে দাঁড়ানোর

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য এখন লড়ছে বেশ কিছু দল।

তাদের মধ্যে রয়েছে এক সময় প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজও। যদিও তাদের বিশ্বকাপ স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। ক্যারিবীয়রা হেরে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে।  

এই ম্যাচে তিন বিভাগের কোনোটিতেই ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ খেলতে হলে সবগুলো ম্যাচে জয়ের বিকল্প নেই। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর নিজের হতাশা লুকাননি হেড কোচ ড্যারন স্যামি। তিনি বলেছেন, জয়টা প্রাপ্য ছিল না ওয়েস্ট ইন্ডিজের।  

স্যামি বলেন, ‘অনেক বেশি হতাশ। টসে আমরা যেটা চেয়েছি, সেটাই করতে হতো- বোলিং। দেখুন, যদি আমরা এমন ফিল্ডিং করতে থাকি, যেটা নিয়ে গত কয়েক ম্যাচ ধরে কথা বলছি- আমরা যদি প্রতিপক্ষের সেরা ব্যাটারদের সুযোগ দেই; ক্রিকেট ঈশ্বর আপনাকে সেটি ফিরিয়ে দেবে। আজকে আমরা খুব খারাপ ছিলাম আর এটা দায়িত্ব নেওয়ার ব্যাপার। আজকে সেটি করতে পারিনি। হয়তো জয়টাও আমাদের প্রাপ্য ছিল না। ’

ক্যারিবীয়দের এই হার নিয়ে কথা বলেন অধিনায়ক শাই হোপও। তিনি বলেন, ‘অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরছে এখন। জানিনা এখন সেটা বোঝাতে পারবো কি না। এই ম্যাচ হারাতে অনেক হতাশ হয়েছি। তবে এই টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি। পরের ম্যাচগুলোতে আমাদের লক্ষ্য থাকবে থাকবে সেরা ক্রিকেটটা খেলার। পুরনো ম্যাচের ব্যর্থতা অবশ্যই ভুলে যেতে হবে। ’

তিনি আরও বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে চ্যালেঞ্জ থাকবেই। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা কী করতে পারি এবং বুঝে নিতে হবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী করা উচিত। আমাদের বোলারদের সব সময় বলা হয় সুযোগ তৈরি করতে, ওরা সেটা করেছে কিন্তু ব্যাট হাতে আমরা ব্যর্থ হয়েছি। ’

বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, ২৫ জুন, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।