ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মারুফা অনুপ্রাণিত করেন স্মৃতি মান্ধানাদেরও

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
মারুফা অনুপ্রাণিত করেন স্মৃতি মান্ধানাদেরও সংবাদ সম্মেলনে কথা বলছেন স্মৃতি মান্ধানা/ছবি: শোয়েব মিথুন

ঘটনাটি দ্বিতীয় ওয়ানডের। মারুফা আক্তারের সুইং সামলাতে এগিয়ে এলেন ভারতীয় ব্যাটার প্রিয়া পুর্নিয়া।

কিন্তু লেট সুইংয়ে তার স্ট্যাম্প শেষ অবধি গেল উপড়ে। বাংলাদেশ বর্তমান দলের 'একমাত্র পেসার' মারুফা প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।  

মারুফাকে এই সিরিজে বেশ কয়েকবারই খেলেছেন স্মৃতি মান্ধানা। নারী ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার কেমন দেখলেন তাকে? শুক্রবার শেষ ওয়ানডের আগে এমন প্রশ্ন গিয়েছিল মান্ধানার কাছে। এরপর মারুফাকে তিনি ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।  

তিনি বলেন, ‘আমার মনে হয় ওর খুব আলাদা বোলিং অ্যাকশন আছে। এটার কারণে আমরা যেমন ভাবি, তার চেয়ে বেশি গতিতে বল করে। ওর রিলিজ পয়েন্ট দেখে যেটা ভাবি, তার চেয়ে বেশি স্কিড করে বল। আমি বলবো ও খুব ভালো ক্রিকেটার। ’

‘আমার সঙ্গে প্রথম ম্যাচের পর ছোট একটা আলাপ হয়েছিল। ওকে অভিনন্দন জানিয়েছিলাম। আর বলেছি, ওর চেষ্টা আমাদেরকেও অনুপ্রাণিত করে। এজন্য ওর বয়স কত সেটা ব্যাপার না। কিন্তু ও মাঠে যে ধরনের এফোর্ট দেয়, তাকে দেখা অসাধারণ। ওর মধ্যে ভালো ক্রিকেটার হওয়ার আগুনটা আছে। ’

মিরপুরের উইকেট অনেকটাই স্লো। স্পিনারদের জন্যই সাহায্য করে বেশির ভাগ সময়। এমন উইকেটেও সফল মারুফা। তবে মান্ধানা মুখিয়ে আছেন মারুফাকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে দেখতে।  

তিনি বলেন, ‘আমি নিশ্চিত ও বাংলাদেশ দলের জন্য অসাধারণ ক্রিকেটার হবে সামনে বোলিংয়ে। আমি যেমন বলেছি, ওর বল ভাবনার চেয়ে দুই কিলোমিটার বেশি গতির। এ ধরনের উইকেট তাকে তেমন সাহায্যও করছে না। আমাদের দেখতে হবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় কেমন করে। ’

বাংলাদেশের বোলাররা এই সিরিজে ভালোই ভুগিয়েছেন পুরো সিরিজজুড়ে। দুই ম্যাচে জয়েও বেশ বড় অবদান ছিল তাদেরই। দ্বিতীয় ওয়ানডের আগে রানের দেখা পাননি স্মৃতিও। বাংলাদেশের বোলিংকে কেমন দেখেছেন?

তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা বাংলাদেশকে গত বছর এশিয়া কাপে খেলেছিলাম। তখন থেকে এখন অবধি তাদের বোলিং নিশ্চিতভাবেই উন্নতি হয়েছে। কিন্তু আমি বলবো তাদের ফিল্ডিং অসাধারণ। এ ধরনের উইকেটে বাংলাদেশের বোলিং ভালো। আমি যেমন বলেছি, আমাদের জন্য আরও ভালো ক্রিকেটার হিসেবে নিজেদের প্রস্তুত করা। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।