ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘বাংলাদেশের মানুষ এখন জানে, মেয়েদের দলে কারা খেলে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
‘বাংলাদেশের মানুষ এখন জানে, মেয়েদের দলে কারা খেলে’

ম্যাচশেষ হতেই নারী দলের ক্রিকেটারদের নিয়ে আগ্রহের চোখ সংবাদ কর্মীদের। একের পর এক গ্রুপ ছবি তুলতে হলো তাদের।

তারপর কয়েক দফায় কথা বলতে হয় সংবাদমাধ্যমের সঙ্গে। ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজই কাটিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।  

টি-টোয়েন্টি সিরিজ হারলেও জয় আসে শেষ ম্যাচে। প্রথম ওয়ানডেতে ভারতকে প্রথমবারের মতো হারায় এই ফরম্যাটে। এরপর শেষ ওয়ানডে নানা নাটকীয়তার পর হয় টাই, সিরিজও শেষ হয় সমতায়। এমন সিরিজের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেট কি এগিয়ে গেলো এক ধাপ?

জবাবে জ্যোতি বলেন, ‘আমি সবসময় চেয়েছি, এই দলটা যেন একটা ধাপ এগিয়ে যায়। আমার কাছে এটা (এই সিরিজ) বলবো, আমরা একটা সম্মানজনক ধাপ এগোলাম। অনেকেই ছিল যারা আমাদেরকে চেনে না, দুই-একজনকে ছাড়া। এখন অন্তত বলতে পারবে, নাহিদা কে? পিংকি কে? মারুফা কে? তো আমার মনে হয়, এটাই একটা অর্জন। কারণ বাংলাদেশের মানুষ এখন জানে, মেয়েদের দলে কারা কারা খেলছে। ’

শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন ফারজানা হক পিংকি। দেশের প্রথম নারী ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ম্যাচশেষে তার প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও তার কণ্ঠে ছিল বোলিংয়ে খুব ভালো কিছু করতে না পারার আফসোস।  

জ্যোতি বলেন, ‘আজকে আমার মনে হয় ব্যাটিংটা খুব ভালো করেছি। ইতিবাচক দিক এটিই। বোলিং ভালো করিনি। আরেকটু ভালো বোলিং করলে হয়তো এটা (টাই) দেখতে হতো না। আরেকটু আগে হয়তো ম্যাচ জিততে পারতাম। পাওয়ার প্লেতে আজকে খুব বাজে বোলিং করেছি। পরে বোলাররা কামব্যাক করেছে। ’

‘সবচেয়ে বড় কথা, পিংকি আপু অসম্ভব ভালো ব্যাটিং করেছেন। এক প্রান্ত ধরে রেখেছিলেন। গত ম্যাচে আমরা পুরো ৫০ ওভারও খেলতে পারিনি। যা আমাদের জন্য খুব হতাশার ছিল। আজকে লক্ষ্য ছিল, অন্তত যেন পুরোটা খেলি। অন্তত একটা লড়াকু স্কোর করলে একটা মোমেন্টামের দিকে যাব। তো ব্যাটিংটা ভালো হয়েছে। বোলিংটা আরেকটু ভালো হলে এত নাটকীয়তা হতো না আর কি। ’

দুই ফরম্যাটেই ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন ফারজানা হক। বোলিংয়ে আলো ছড়িয়েছেন মারুফা আক্তাররা। এই সিরিজে প্রাপ্তির অনেক কিছু থাকলেও সন্তুষ্টি নেই জ্যোতির।

তিনি বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট নই। কারণ সিরিজ তো নিতে পারিনি, সমতায় এনেছি। আমাদের সামনে সুযোগ ছিল সিরিজ নেওয়ার। কিন্তু হয়নি। কিছু ভুল ছিল, যেগুলো দ্বিতীয় ম্যাচের থেকে আজকে উন্নতি হয়েছে। প্রথম ম্যাচ যেমন খেলেছি, দ্বিতীয় ম্যাচে সেভাবে খেলতে পারলে হয়তো তখনই সিরিজ আমাদের হতো। ’

বাংলাদেশ সময় :২১২৬ ঘণ্টা, জুলাই ২২,২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।