ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বদলে যেতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
বদলে যেতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে হয়েছে ঠিক এক মাস আগে। তবে এই সূচিতে বদল আসতে পারে।

আসরের সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচকে ঘিরেই শুরু হয়েছে এই জল্পনাকল্পনা।

মূলত আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহারণটি দেখার জন্য মুখিয়ে আছেন লাখো মানুষ। কিন্তু সেদিনই আবার নবরাত্রি উৎসবের প্রথম দিন। গুজরাটের বাসিন্দারা সপ্তাহব্যাপী মেতে থাকেন এই উৎসবে। তাই উৎসবের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা দেওয়াটা বড্ড কঠিন হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে স্থানীয় পুলিশ।  

তাই আইসিসিকে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছে বিসিসিআই।  ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর মতে, ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী ১৪ অক্টোবর। তবে আইসিসি এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, যারা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, সেইসব রাজ্য অ্যাসোসিয়েশনের সঙ্গে আগামীকাল বৈঠক করতে চায় বিসিসিআই।

সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর এমনিতেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর কয়েক ঘণ্টা পর দিবা-রাত্রির ম্যাচে পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের সূচিতে ছয় দিন রাউন্ড রবিন লিগের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলে গেলে বেশ ভালোই বিপাকে পড়বেন ক্রিকেট দর্শকরা। যদিও এখনো টিকিট ছাড়েনি বিসিসিআই। তার আগেই ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে হোটেল-ফ্লাইট বুকিং দিয়ে রেখেছেন অনেকেই।

এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। পাকিস্তান ম্যাচের আগে ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষেও খেলবে তারা। এছাড়া, পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ১২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ভারতের বিপক্ষে ম্যাচ ১৪ অক্টোবর হলে ফাঁকা সময় পাচ্ছে কেবল একদিনই।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।