চন্ডিকা হাথুরুসিংহে ছাঁটাই হলেও টিকে যান তার সহকারী হিসেবে কাজ করা নিক পোথাস। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির এক মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই কোচ।
২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবে যোগ দেন পোথাস। চুক্তি হয়েছিল দুই বছরের। কিন্তু তা পূর্ণ করার আগেই পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন তিনি।
ইনস্টাগ্রাম বার্তায় পোথাস লিখেন, ‘সব ভালো জিনিসের মতো এটাও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে। ’
‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব। ’
প্রায় এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস।
শ্রীলঙ্কা (২০১৭-১৮) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৮-১৯) হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার।
এদিকে, সম্প্রতি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ডিসেম্বরে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৩২ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এএইচএস