ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এসএসসি পাশ করে মারুফা ‘দারুণ খুশি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএসসি পাশ করে মারুফা ‘দারুণ খুশি’

দিন কয়েক আগেও মারুফা আক্তার মিরপুরের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। ভারতের ব্যাটারদের জন্য একরকম আতঙ্কই হয়ে উঠেছিলেন এই পেসার।

বাংলাদেশের জন্য ঐতিহাসিক এই সিরিজে মারুফা ছিলেন অনন্য। জুটেছে প্রতিপক্ষের প্রশংসাও। কেবল খেলার মাঠেই নয়, মারুফা মুন্সিয়ানা দেখিয়েছেন পড়ালেখায়ও।  

শুক্রবার সারাদেশের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেন মারুফা আক্তার। জিপিএ ৪.০৬ পেয়েছেন তিনি। এমন ফলে দারুণ উচ্ছ্বসিত মারুফা। ক্রিকেটের চাপ সামলে এমন ফল করতে পেরে দারুণ খুশি তিনি।

ফোনের ওপাড় থেকে মারুফা বলেন, ‘দারুন খুশি লাগছে। আগের রাত থেকে কিছুটা দুঃশ্চিন্তায় ছিলাম। এত ভালো ফল হবে ভাবতে পারিনি কখনো। আমি খুব খুশি। আমার বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই দারুণ খুশি আমার ফলাফলে। ক্রিটেটের কারণে খুব বেশি পড়াশোনা করতে পারিনি। এমন ফলে আমি সত্যিই ভীষণ খুশি। এই ফলাফলে আমার শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ’

উচ্ছ্বাসেই অবশ্য থামছেন না মারুফা। সবাইকে মিষ্টিমুখ করানোর কথাও জানান তিনি, ‘বাবা ব্যস্ত ছিল। তাই সকালে বাজারে যেতে পারেনি। একটু আগে হাটে গেছে। মিষ্টিতো সবাইকেই খাওয়াবো। বাড়ির লোক, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশিরা বাদ পড়বে। ’

এসময় নিজের পড়ালেখা চালিয়ে যাওয়ার কথাও জানান মারুফা। তিনি বলেন, ‘আমি পড়াশোনা চালিয়ে যাবো। হয়তো খুব ভালো ভাবে পড়তে পারবো না। কিন্তু যতটুকু পাড়ি ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।